ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিগান

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৫:১৩ পূর্বাহ্ণ

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। ভারত সফর শেষে বুধবার বিকাল ৫টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। সফরের শুরুতে রাতে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন বিগান। আজ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠক হবে। এদিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর। খবর বিডিনিউজের।
এই সফরে বিগান সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ওপর জোর দেবেন বলে গত শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছিল। উল্লেখ্য, ১২ অক্টোবর নয়াদিল্লি থেকে সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া সফর শুরু করেন বিগান।

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রিসভা কমিটিতে ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে সায়
পরবর্তী নিবন্ধরাহাত্তারপুলে ফুটপাত থেকে সরানো হলো গাছের গুঁড়ি