ঢাকায় এবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মিছিল শুরু করেন শিক্ষকরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পুলিশের লাঠিপেটায় কয়েকজন শিক্ষক আহত হন বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। খবর বিডিনিউজের।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘পুলিশ শুধু সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি শান্ত করেছে। ধাক্কাধাক্কিতে পুলিশের দুইচারজন আহত হয়েছেন ’ কাউকে গ্রেপ্তার না করার তথ্য দিয়ে ওসি বলেন, ‘তাদের (আন্দোলনকারী শিক্ষকরা) অনেকেই চলে গেছেন, কিছু আছেন।’

সব এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৫ দাবিতে গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

পূর্ববর্তী নিবন্ধওমানে নিহত ৮ প্রবাসীর জন্য চট্টগ্রাম সমিতির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেএসডির আলোচনা সভা কাল