ঢাকায় আসার পথে ভোলায় ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় আসার পথে ভোলা সদরে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভোলা সদরের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিয়া উদ্দিন বলেন, বুধবার (গতকাল) সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে ক্লোজার বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।

নিহত রেজওয়ান আমিন সিফাত (২৫) ওই এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন রেজওয়ান। তখন ওত পেতে থাকা অস্ত্রধারীরা তাকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে রেজওয়ানকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে কাবাডি খেলায় নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের জয়লাভ
পরবর্তী নিবন্ধস্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিলেন রুমিন ফারহানা