ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী ২৩ নভেম্বর ঢাকায় আসছেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর বাংলানিউজের।

আগামী ২৪ নভেম্বর ঢাকায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আইওআরএ’র অন্যতম ডায়ালগ পার্টনার হলো রাশিয়া। সে কারণে রাশিয়াকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকায় আসছেন রাশিয়ার সের্গেই ল্যাভরভ।
জানা গেছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বন্ধু দেশ রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম বাংলাদেশ সফর।

পূর্ববর্তী নিবন্ধনানিয়ারচরে চোরাই বাইকসহ চক্রের মূল হোতা আটক
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিজ্ঞান কর্মশালা