বলিউডের নন্দিত অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা গত মাসেই ঢাকায় এসেছিলেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ধারকান’, ‘বাজিগর’, ‘হাঙ্গামা’র মতো সুপারহিট হিন্দি সিনেমার এই নায়িকা। এর আগে চলতি বছরের মার্চে ঢাকায় ঘুরে গেছেন আরেক অভিনেত্রী সানি লিওন। একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এবার ঢাকায় আসছেন আরেক বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এটি হতে যাচ্ছে ‘সাকি সাকি’, ‘দিলবার’ গান দিয়ে ঝড় তোলা নোরার প্রথম ঢাকা সফর। খবর বাংলানিউজের।
জানা গেছে, ঢাকায় একটি পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করবেন তিনি।
অনুষ্ঠান আয়োজকদের একজন জানান, নোরা ফাতেহির সঙ্গে ইতোমধ্যেই চূড়ান্ত আলোচনা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝির দিকে তিনি ঢাকায় আসবেন। আইটেম গানের পাশাপাশি বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন নোরা। এর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। এর বাইরে দক্ষিণী সিনেমাতেও সরব উপস্থিতি তার।