ঢাকাস্থ পরিবাগে নির্মিতব্য বহুতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

পদ্মা অয়েল কোম্পানির প্রকল্প

| মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

কনস্ট্রাকশন অব ১২ স্টোরিড মডার্ন রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল অফিস বিল্ডিং উইথ টু বেইসমেন্টস অব পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড অ্যাট ৬ পরিবাগ, ঢাকা১০০০’ শীর্ষক প্রকল্পের অধীন দৃষ্টিনন্দন আধুনিক ও পরিবেশবান্ধব বহুতল ভবন নির্মিত হবে। এ লক্ষে গত ২৩ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এনডিইটিইএএল জেভি’ এর সঙ্গে পদ্মা অয়েল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন পদ্মা অয়েল কোম্পানির পক্ষে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মোছাদ্দেক হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে এনডি এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান মুস্তাফিজ। এ সময় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মাসুদুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অনলাইনে যুক্ত হয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২৭ ও ২৮ জানুয়ারি
পরবর্তী নিবন্ধসাড়ে চার লাখ টাকা বেতন চান চট্টগ্রাম ওয়াসার এমডি