ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

আজাদী অনলাইন | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৮:৪৫ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) এ ঘটনায় ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলায় কালিসীমা এলাকায় রেললাইনের ওপর একটি গাছ পড়ে যায়। এতে চট্টগ্রামগামী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে সন্ধ্যা ৭টার দিকে স্টপেজ দিতে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘মিধিলি’ : মীরসরাইয়ে গাছ পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুত্রের দায়ের কোপে আহত মা ও ভাই