ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

| বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ৪:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকামুখী মালবাহী কনটেইনারের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলির দাড়িয়াপুর রেলগেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলির দাড়িয়াপুর নামক স্থানে সাতটি বগি লাইনচ্যুত হয়। তীব্র গরমে রেললাইন বেঁকে যাওয়ায় চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধবান্দরবা‌নের রুমায় অর্ধগলিত লাশ উদ্ধার