ঢাকার মঞ্চে তৌকীরের ‘তীর্থযাত্রী’

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নিউ ইয়র্কের পর এবার ঢাকার মঞ্চে উঠছে ‘তীর্থযাত্রী’ নাটকটি। গত ১৮ই মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারের মূল মঞ্চে এর উদ্বোধনী প্রদর্শনী হয়। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর মঞ্চের জন্য নাটক নির্দেশনা দিয়েছেন অভিনেতানির্মাতা তৌকীর আহমেদ। আগামী ২, ৩ ও ৪ঠা আগস্ট শিল্পকলা একাডেমির মূল মঞ্চে নাটকটির প্রদর্শনী হবে। এটি নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা।

 

পূর্ববর্তী নিবন্ধএরা মানুষ নাকি রোবট সেটা আমিও জানি না
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে তির্যকের ‘রথযাত্রা’র দুই প্রদর্শনী