ঢাকার পর রাজশাহীকে হারাল চট্টগ্রাম

মহিলা জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত মহিলা জাতীয় ক্রিকেট লিগে শুরুটা হার দিয়ে করলেও পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দল। গতকাল সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম বিভাগীয় দল ৯ উইকেটে রাজশাহী বিভাগীয় দলকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। টসে হেরে ব্যাট করতে নামা রাজশাহীয় ডিভিশনের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। উইকেট না হারালেও বড় স্কোর গড়তে পারেনি। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৪ রান করতে সক্ষম হয় রাজশাহী ডিভিশন। দলের পক্ষে সানজিদা ৬২ বলে ৬টি চারের সাহায্যে ৪৯ রান করেন। এছাড়া ৩৪ বলে ২৬ রান করেন লতা মন্ডল। চট্টগ্রাম বিভাগের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন সোবহানা এবং নুসরাত। ৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার প্রত্যাশা এবং ইভা মিলে ৭৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কিনারায় নিয়ে যায়। ৩৮ বলে ৫টি চারের সাহায্যে ৩৫ রান করে ইভা আউট হলেও দলকে জিতিয়ে তবেই ফিরেন প্রত্যাশা। ১৭.২ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামের ওপেনার প্রত্যাশা ৫৬ বলে ৩টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৪০ রান করে অপরাজিত থাকেন। চট্টগ্রামের যে উইকেটটির পতন হয়েছে সেটি নিয়েছে রাজশাহীর আফিয়া। তবে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন চট্টগ্রাম বিভাগের ওপেনার প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধরোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আহরণের ক্লাস
পরবর্তী নিবন্ধসন্তানের পিতৃ পরিচয় চায় বাঁশখালীর উম্মে ছিদ্দিকা