মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের আগের দিন সন্ধ্যায় ও রাতে ঢাকায় একজন উপদেষ্টার বাসার সামনেসহ কয়েকটি স্থানে হাতবোমা বিস্ফোরণ হয়েছে।
ঢাকার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে জোড়া হাতবোমা বিস্ফোরণ হওয়ার কথা বলেছে পুলিশ। নিউ মার্কেট থানার ওসি একেএম মাহফুজুল হকের ভাষ্য, গতকাল রোববার রাত ৯টার দিকে সেখানে হাতবোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে যাওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সিসিটিভির ভিডিও পর্যবেক্ষণের ভিত্তিতে ওসি বলেন, মোটরসাইকেলে এসে দুই যুবক দুটি ককটেল ছুড়ে চলে যায়। আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। খবর বিডিনিউজের।
কারওয়ানবাজার ও বাংলামোটরে হাতবোমা বিস্ফোরণ : ঢাকার কারওয়ানবাজার ও বাংলামোটরে হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শেখ হাসিনার রায় সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মধ্যে এ দুটি ঘটনা ঘটল। কারওয়ানবাজারে ককটেল বিস্ফোরণ ঘটে সার্ক ফোয়ারার পাশে; সন্ধ্যা সাড়ে ৭টা দিকে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। এতে কেউ হতাহত হয়নি। কারওয়ান বাজারের ঘটনার কিছু সময় পরে বাংলামোটর মোড়ে হাতবোমার বিস্ফোরণ ঘটে।












