ঢাকায় আদালত এলাকায় তীব্র গরমের মধ্যে ‘হিট স্ট্রোকে’ এক আইনজীবীর মৃত্যুর তথ্য মিলেছে। তার নাম সৈয়দ শফিউল ইসলাম আলাউদ্দিন। মধ্য তিরিশের শফিউল ঢাকা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তিনি ২০২১ সালে আইজীবী হিসেবে তালিকাভুক্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার একটি মামলার শুনানি শেষ বেলা সাড়ে ১২টার দিকে মেট্রো বারের সামনে কালো কোট ও গাউন পরা অবস্থায় মাথা ঘুরে পড়ে যান শফিউল। অন্য একজন আইনজীবী তাকে ধরে ফেলেন। আইনজীবী মো. ওসমান গনি তখন তাকে রিকশায় তুলে ঢাকা বারের ক্লিনিকে নিয়ে যান। এ সময় আরও একজন আইনজীবী তাপদাহের শিকার শফিউলকে মাথা ও মুখে পানি ছিটিয়ে দেন। তাকে দেখে ক্লিনিকের চিকিৎসক বলেন, এটা গরমের কারণে হয়েছে। এটা হিট স্ট্রোক। খবর বিডিনিউজের। এরপর সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে যাওয়ার আগেই মৃত্যু হয় এই তরুণ আইনজীবীর। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান মামুন বলেন, “ডাক্তারের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি শফিউল হিট স্ট্রেকে মারা গেছেন। মাদারীপুরের কালকিনিতে তার গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর ব্যবস্থা করেছি।”