রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে চট্টগ্রাম নগরে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুবশক্তি ও গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিকেলে নগরীর বিভিন্ন জায়গায় এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটার দিকে নগরের ২ নম্বর গেটে বিক্ষোভে অংশ নেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে নগরের ষোলশহর স্টেশন থেকে পদযাত্রা করে ২ নম্বর গেটে আসেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে খান তালাত মাহমুদ রাফি বলেন, ৫ আগস্টের পর থেকে সারা দেশে বিএনপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে আসছি। আমরা দেখেছি, ১০ মাসে ১০০টির বেশি খুন করেছে। এ নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না। নতুন বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাদ বরদাশত করা হবে না। হাসিনার বুলেট যখন দেশের বিপ্লবী ছাত্র–জনতাকে থামাতে পারেনি, বিএনপির পাথরও পারবে না।
রাফি বলেন, আমাদের একজন ভাইকে পাথর দিয়ে মারা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলছি, আপনারা যদি লাশের রাজনীতি বন্ধ না করেন, তাহলে শেখ হাসিনা যে পথে গিয়েছে, আপনাদেরও সে পথে যেতে হবে। আপনারা যদি হাসিনার পথ অবলম্বন করেন, তাহলে হাসিনার মতোই আপনাদের পরিণতি হবে। নতুন করে হাসিনা হতে যাবেন না। মজলুম থেকে জালিম হতে যাবেন না। জালিমের পরিণতি ভালো হয় না।
বিপ্লব উদ্যানের সমাবেশ শেষ করে যুবশক্তি ও বাগছাসের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাসিরাবাদ সিডিএ এভিনিউ দিয়ে জিইসি মোড়ে মিছিল নিয়ে যান। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র–আন্দোলনের বিক্ষোভ সমাবেশে তারা একাত্মতা প্রকাশ করেন।