গত টি–টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। আর সে সময় কাটিয়ে আবার শুরু হতে যাচ্ছে তাদের আন্তর্জাতিক ব্যস্ততা। এ মাসের মাঝামাঝিতে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে দুটি টেস্ট ম্যাচ খেলতে। টি–টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা সময় ছুটি কাটিয়েছেন টাইগারদের হেড কোচ। অবশেষে তিনি এলেন। পাকিস্তান সফরের প্রস্তুতি সাজাতে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। পাশাপাশি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও সহকারী কোচ নিক পোথাস ঢাকা এসেছেন গত রাতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনেকদিন ধরেই দুই দলে ভাগ হয়ে খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ থেকে পাকিস্তানের দুই টেস্টের জন্য ঢাকায় প্রস্তুতি শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের। এই ক্যাম্পে অবশ্য যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান। কারন বর্তমানে তিনি গ্লোবাল টি–টোয়েন্টি লিগে খেলতে কানাডায় রয়েছেন। সেখানে বাংলাদেশের দল বাংলা টাইগার্সেল পক্ষে খেলছেন সাকিব। এরই মধ্যে চার ম্যাচের তিনটিতেই জিতেছে সাকিবের দল বাংলা টাইগার্স। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দুটি টেস্টে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। পাকিস্তান সফরের ঠিক আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব। সরাসরি যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানেও।
এই টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান সফর করছে। যেখানে তারা দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। আর এই দুটি চার দিনের ম্যাচের প্রথমটিতে খেলবে টেস্ট দলে থাকা মুশফিক–মোমিনুলরা। এরপর টেস্ট দলে যোগ দেবেন তারা।