ঢাকায় ফিরলেন পিটার হাস

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকায় ফেরেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি কাটাতে কলম্বো গিয়েছিলেন। ছুটি শেষে গতকাল শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। খবর বাংলানিউজের।

বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পিটার হাস। তবে এর মধ্যেই ছুটিতে যাওয়ার জন্য তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। উল্লেখ্য, ১৬ নভেম্বর কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ান ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সভাপতি হলেন ড. ইউনূস
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের কমিটি গঠন