ঢাকায় পুলিশের ওপর হামলা, প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ঢাকায় শাহবাগে পুলিশ বাহিনীর ওপর হামলার প্রতিবাদ এবং গণজাগরণ মঞ্চের লাকী আক্তারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এন্টি রেইপ ইউনিটি, চট্টগ্রাম। গতকাল বুধবার রাত ৮টার দিকে নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি প্রেসক্লাব থেকে চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা বলেন, আমরা জানি কীভাবে শাহবাগ ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছে। আমরা দেখেছি তারা কীভাবে বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা অবাক হই, ২০২৪ সালের পরও কীভাবে লাকী আক্তার অবাধ বিচরণ করছে। শাহবাগের উত্থান ইসলামবিদ্বেষ ও ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। আমাদের ভাইদের রক্তে রঞ্জিত এই শাহবাগ এখনো টিকে আছে। আমরা সাধারণ শিক্ষার্থীসহ আপামর জনতা এই শাহবাগীদের বিচার চাই। যতদিন না শাহবাগীদের মূল উৎপাটন হচ্ছে, ততদিন আমাদের লড়াই চলবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন মোড়কে ফ্যাসিবাদের জন্ম হলে দেশবাসী মেনে নেবে না
পরবর্তী নিবন্ধজে এম সেন হলে গৌরপূর্ণিমা উৎসব কাল