ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে…

| সোমবার , ৬ মে, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

এরই মধ্যে রটে গেছে, পুরনো লাইনআপে ফিরছে শূন্য দশকের শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’! না, নতুন কোনও গানে নয়, বরং একটি কনসার্টে। যেটাকে ব্যান্ডটির পুনর্মিলন বলেও অভিহিত করছেন ভক্তরা। আগামী ১০ মে অনুষ্ঠিত হবে ‘রক অ্যান্ড রিদম ৪.০’ শীর্ষক কনসার্ট। এতে ‘ব্ল্যাক’র বর্তমান সদস্যদের সঙ্গে পারফর্ম করবেন সাবেক সদস্য তাহসান, জন, মিরাজ ও টনি। বসুন্ধরা কনভেনশন সিটির এক্সপো জোনে অনুষ্ঠাতব্য কনসার্টে সাবেক ব্যান্ডের সঙ্গে পুনর্মিলন সেরে তাহসান উড়াল দেবেন ক্যাঙ্গারুর দেশে।

সেখানে তার একক কনসার্ট রয়েছে। তাহসান জানান, আগামী ১ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি পারফর্ম করবেন। রিমেইনস অস্ট্রেলিয়ার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তাহসানলাইভ ইন সিডনি’ শীর্ষক কনসার্ট। এতে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তাহসান এক ভিডিও বার্তায় বলেছেন, হ্যালো সিডনিবাসী, আমি তোমাদের শহরে আসছি। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের এয়ার সায়েন্স থিয়েটারে আমি পারফর্ম করবো। দেখা হচ্ছে সবার সঙ্গে। এদিকে ২ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরও একটি কনসার্ট করবেন তাহসান। সেটা অনুষ্ঠিত হবে উইলিয়ামসটাউন টাউন হলে। যেটার আয়োজন করছে এবিসিএক্স নামের একটি প্রতিষ্ঠান। প্রসঙ্গত, তাহসানকে সর্বশেষ পাওয়া গেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বের একটি গানে। ‘রঙে রঙে রঙিন হবো’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাসনিয়া ফারিণ। দুই সপ্তাহে ১২ মিলিয়ন ভিউ ছাড়িয়ে এখনও ইউটিউব ট্রেন্ডিংয়ের (মিউজিক) শীর্ষে অবস্থান করছে এটি।

পূর্ববর্তী নিবন্ধ৬৩ বছরেও আমার মতো সুন্দর থাকবেন : মমতাজ
পরবর্তী নিবন্ধপরীর মনে প্রেমানুভব!