নাম আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া। কিন্তু এই নামে তাকে তেমন কেউই চেনে না। তিনি পরিচিত বাদশাহ নামে। ভারতের প্রথম সারির র্যাপার তিনি। জনপ্রিয়তা রয়েছে উপমহাদেশের অন্যান্য দেশেও। জনপ্রিয় সংগীতশিল্পী এবার আসছেন ঢাকায়, গান গাইতে। আগামী ১ মার্চ ঢাকার মঞ্চে গাইবেন বাদশাহ। স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনোর আয়োজনে টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’–এ পারফর্ম করবেন তিনি। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন আয়োজকরা। কনসার্ট অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির (আইসিসিবি) এঙপো জোনে। দুপুর ২টায় গেট খুলে দেওয়া হবে।












