এক চাকমা তরুণীর সহায়তায় ঢাকার এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে চীনের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সহযোগীসহ ওই বিদেশিকে গ্রেপ্তার করা হলেও তা প্রকাশ পেয়েছে দুই দিন বাদে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– জি সিন (৫৮) এবং তার সহযোগী হীরা চাকমা (২৫)। পুলিশ বলছে, উচ্চ মাধ্যমিক পড়ুয়া ওই তরুণীর সঙ্গে ফেসবুকে হীরা চাকমার পরিচয় হয়। পরে ওই তরুণীকে চীনে নেওয়ার প্রলোভন দেখান হীরা। খবর বিডিনিউজের।
উত্তরা পশ্চিম থানার ওসি মাসুদ আলম জানান, গত শুক্রবার হীরা চাকমা ওই কলেজছাত্রীকে উত্তরার ১৪ নম্বর সেক্টরে জি সিনের বাসায় নিয়ে যান। সেখানে ওই চীনা নাগরিক তাকে ধর্ষণ করেন বলে ওই শিক্ষার্থী অভিযোগ করেছেন। সেই বাসায় পরদিন আবার ধর্ষণের শিকার হন বলে ওই তরুণীর অভিযোগ। এরপর রোববার ওই তরুণীকে একটি কফিশপে নেওয়া হলে তিনি সেখান থেকে বিষয়টি পরিচিতজনকে জানানোর সুযোগ পান বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানান।
তিনি বলেন, এরপর পুলিশ গিয়ে চীনা নাগরিককে এবং চাকমা তরুণীকে গ্রেপ্তার করে। সেই সাথে কলেজ শিক্ষার্থী তরুণীকে উদ্ধার করে। পরে ওই তরুণী মামলা করেন।
গ্রেপ্তারের পর অভিযোগ স্বীকার করায় কাউকেই রিমান্ড চাওয়া হয়নি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর নির্যাতনের শিকার তরুণীর মেডিকেল পরীক্ষা করিয়ে তাকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।
ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ওসি। এসব কিছুই জানা হয়নি, শুধু জানি চাকমা তরুণী ওই চীনা নাগরিকের ওখানে চাকরি করেন।