দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। গতকাল শনিবার ঢাকায় এসে পৌঁছান ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঢাকা সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতবিনিময় করবেন। ক্যাথরিনের ঢাকা সফরে দুই দেশের বাণিজ্য–বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পাবে। খবর বাংলানিউজের।