পুলিশের লাঠিচার্জ আর জলকামানে পণ্ড হয়ে গেছে এবতেদায়ী শিক্ষকদের প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখী পদযাত্রা। গতকাল রোববার দুপুর ১টার দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।
জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বের হওয়া পদযাত্রাটি শাহবাগ এলাকায় পৌঁছালে তাতে বাধা দেয় পুলিশ। শিক্ষকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে লাঠিচার্জের পাশাপাশি কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে জাদুঘরের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। কিন্তু তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। পরে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে অবস্থান নেন। খবর বিডিনিউজের।
ওসি মনসুর বিকাল সোয়া ৩টার দিকে বলেন, তাদের মধ্য থেকে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সে অনুযায়ী তারা প্রতিনিধি ঠিক করছেন, যাদেরকে স্মারকলিপি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে।
এ ঘটনায় এক নারীসহ মাদ্রাসার ৫ জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, আহত ৫ জন শিক্ষকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা গুরুতর নয়। আহতরা হলেন আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫) ও মোছা. মারুফা আক্তার (২৫)।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া ঝালকাঠির এক মাদ্রাসার প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গত ১৯ তারিখ থেকে প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি করে আসছিলাম। আজ (রোববার) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যলয়ে স্মারকলিপি নিয়ে যাওয়ার পথে শাহাবাগ এলাকায় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ও লাঠি দিয়ে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের এক নারীসহ পাঁচজন শিক্ষক আহত হয়েছেন।
ওসি খালিদ মনসুর বলেন, তাদের একটি প্রতিনিধি দলকে স্মারকলিপি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। প্রতিনিধি দল সেখান থেকে চলে এসেছে, তারা এখনও সেখানেই আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে গতকাল রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। সেখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন।
তাদের দাবিগুলো হল : স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা; রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলোকে মাদরাসা শিক্ষা বোর্ডের কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ; স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার আলাদা নীতিমালা; পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন–ভাতা, নীতিমালা–২০২৫ অনুমোদন; প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া; প্রাথমিক বিদ্যালয়ের মতো এবতেদায়ী মাদরাসায় প্রাক–প্রাথমিক শ্রেণি খোলার ব্যবস্থা নেওয়া।