ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের যে আদেশ হাই কোর্ট দিয়েছিল, তার ওপর একমাসের জন্য স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে ব্যাটারির রিকশা চলাচলে আপাতত কোনো বাধা থাকছে না বলে আইনজীবীরা জানিয়েছেন। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক গতকাল সোমবার এ আদেশ দেন। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাই কোর্ট যে রুল জারি করেছিল, এক মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে বলেছে চেম্বার আদালত। খবর বিডিনিউজের।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার তাহসিনা তাসনিম। এছাড়া ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের অনুমতি নিয়ে সাধারণ নাগরিকের পক্ষে শুনানি করেন। সানজিদ সিদ্দিকী পরে সাংবাদিকদের বলেন, স্থিতাবস্থা জারির ফলে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে আপাতত আইনগত কোনো বাধা থাকল না।