ঢাকায় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ প্রথমে ওয়ানডে দিয়ে শুরু হবে। তিনটি ওয়ানডে ছাড়া তিনটি টিটোয়েন্টিও খেলবে দুই দল। এই সিরিজে অংশ নিতে ঢাকায় পা দিয়েছে অস্ট্রেলিয়া দল। বেশিরভাগ ক্রিকেটার চলে এলেও কয়েকজন ব্যস্ত আছেন ভারতে চলমান নারী আইপিএলে। তারা ২/১ দিনের মধ্যে চলে আসবেন। আগামী ২১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ ২৪ ও ২৭ মার্চ। এই সিরিজ ২০২২২৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সব ম্যাচই হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে থাকতে হবে তাদের। কারণ স্বাগতিক ভারতসহ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ পাঁচটি সিরিজ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে। এই সিরিজটি জিততে পারলে বাংলাদেশের সেরা পাঁচে যাওয়ার সুযোগ থাকবে।

অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যালিসা হিলি (অধিনায়ক), অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টিটোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহঅধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লামিঙ্ক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির অনূর্ধ্ব ১২ টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধশতদল ক্লাবের জার্সি উন্মোচন