ঢাকাকে হারিয়ে শুভ সূচনা চট্টগ্রাম বিভাগের

জাতীয় নারী টি-২০ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় নারী টি২০ ক্রিকেট লিগ ২০২৫২০২৬ এ শুভ সূচনা করেছে চট্টগ্রাম বিভাগ। গতকাল শনিবার সাভার বিকেএসপি মাঠে শুরু হওয়া এ প্রতিযোগিতায় চট্টগ্রাম ২০ রানে শক্তিশালী ঢাকা বিভাগকে হারিয়ে দেয়। টসে জিতে চট্টগ্রামের অধিনায়ক ফাহিমা খাতুন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেটে মাত্র ৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তাজ নেহার ২৮ বল খেলে ২টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়া ওপেনার একা মল্লিক ২৯ বল খেলে ১৪ এবং হাবিবা পিংকি ১৬ বল খেলে ১টি ছক্কার সাহায্যে ১২ রান করেন। অন্যদের মধ্যে রুবাইয়া ৫, অধিনায়ক ফাহিমা খাতুন ২ রান করেন। সানদিয়া আশা এবং ফাতেমা জাহান যথাক্রমে ৮ এবং ২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। ঢাকা বিভাগের জেরিন লাবণ্য ২টি উইকেট নেন। নিশীতা আকতার ও খাদিজাতুল কুবরা পান একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা বিভাগ। ওপেনার মুরশিদা খাতুন ৩৬ বল খেলে ২টি চারের সাহায্যে ১৭ রান করেন। মিডল অর্ডারে ফারজানা ইয়াসমিন ২০ বল খেলে ১টি ছক্কার সাহায্যে১৫ রান করেন। তারা দুজন কিছুটা লড়াই করলেও চট্টগ্রামের বোলারদের নিখুঁত বোলিংয়ের সামনে আর বেশি সুবিধা করতে পারেননি। অন্যদের মধ্যে ঢাকা বিভাগের উন্নতি আকতার ৭,নুসরাত জাহান ৪,নিশীতা আকতার ৪,লামিয়া মৃধা ১,এবং খাদিজাতুল কুবরা ৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৮ রান।

চট্টগ্রামে বাঁহাতি স্পিনার মেহেরুন্নেসা জয়া ৩ ওভার বল করে মাত্র ৫ রান খরচ করে নেন সর্বোচ্চ ৩ উইকেট। অধিনায়ক ফাহিমা খাতুন নেন ৪ ওভারে ৭ রান দিয়ে পান ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট লাভ করেন হাবিবা পিংকি,মুমতা হেনা এবং ফাতেমা জাহান। তারা যথাক্রমে ১৯,৭ এবং ৯ রান খরচ করেন। গতকাল প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম বিভাগের মেহেরুন্নেসা জয়া। চট্টগ্রাম বিভাগ আজ বরিশাল বিভাগের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধতদন্ত কমিটির মুখোমুখি হতে প্রস্তুত মঞ্জুরুল
পরবর্তী নিবন্ধসরলে পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত ৫