ড. মুহাম্মদ মুসা চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

সারাদিনের স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ড. মুহাম্মদ মুসা চৌধুরী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল গত ২৩ নভেম্বর বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্মরণে অনুষ্ঠিত হয়। উক্ত শোকসভায় বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষকশিক্ষিকা, ছাত্রছাত্রী এবং পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম মুহাম্মদ মুসা চৌধুরীর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাঁর সৎ ও সহজ সরল জীবন নিয়ে কথা বলেন। শিক্ষাবিদ হিসেবে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান সমাজে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে ব্যক্ত করেন। মুফতি নজরুল ইসলামের বিশেষ মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মাটিভর্তি তিন ট্রাক জব্দ, দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার