ড. মাহমুদ হাসান আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করেছেন

সেক্টর কমান্ডারস ফোরামের স্মরণসভায় বক্তারা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেছেন, সমাজ সেবক, রাজনীতিক, ফটিকছড়ির সন্তান ড. মাহমুদ হাসান একজন মানবিক মানুষ হিসেবে অসামপ্রদায়িক রাজনীতিকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনে আমৃত্যু সচেষ্ট ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তার জীবনের রাজনীতির দর্শন। মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের ব্রত। তার মানবিক কর্মের মাঝেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

গত ৩১ মার্চ উত্তর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক সভাপতি ড. মাহমুদ হাসানের ৭ম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল। বক্তব্য দেন, মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সহ সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুল মালেক খান, নুরুল হুদা চৌধুরী, ডা. ফজলুল হক সিদ্দিকী, মঈনুল আলম খান, সৈয়দ রেজাউল করিম, আবদুল্লাহ কাদের জুয়েল, ডা. মনিরুল ইসলাম, এস এম রাফি প্রমূখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম আশরাফী।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের নামে প্রতারণা, যুবকের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধদগ্ধ আরও একজনের মৃত্যু এ পর্যন্ত মারা গেল ৩ জন