চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি, উত্তর জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য সমাজসেবক ড. মাহমুদ হাসানের ৫ম মত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, উদ্বোধক ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত, লায়ন এ.কে. জাহেদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, কবি আশীষ সেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, আকতার হোসেন, আবদুল বাতেন, রুপম মূৎসূদ্দী টিটু, সজল দাশ, সোমা মূৎসুদ্দী, নাছির হোসেন জীবন, কানুরাম দে।
উপস্থিত ছিলেন রতন ঘোষ, সামিয়া সুলতানা রুক্সি, রাশিদুল ইসলাম, সিআর বিধান বড়ুয়া, দিলীপ সেন গুপ্ত, সবুজ চৌধুরী, শিউলী আকতার, নিলয় দে, শিহাব রহমান। সভায় প্রধান অতিথি বলেন, সমাজে এখন প্রয়োজন ড. মুহাম্মদ হাসানের মতো ত্যাগী ও সেবাপরায়ণ মানুষের। ড. মাহমুদ হাসান আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আলোচনা শেষে ৫ জন শিক্ষার্থীকে ড. মাহমুদ হাসান স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।