ড. মাহবুবুল হক সংবর্ধনা অনুষ্ঠান কাল

| শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত গবেষক ও শিক্ষাবিদ ড. মাহবুবুল হকের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ড. মাহবুবুল হক সংবর্ধনা পরিষদের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এবং মুখ্য আলোচক থাকবেন একুশে পদকপ্রাপ্ত গবেষকপ্রাবন্ধিক মফিদুল হক। আলোচক থাকবেন ড. সৈয়দ আজিজুল হক, . মহীবুল আজিজ, . আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত প্রমুখ। অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওআইসির নারী সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধএকাত্তরে পাক হানাদার বাহিনীর মতই বিএনপি মরণ কামড় দিচ্ছে