একুশে পদকপ্রাপ্ত গবেষক ও শিক্ষাবিদ ড. মাহবুবুল হকের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ড. মাহবুবুল হক সংবর্ধনা পরিষদের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এবং মুখ্য আলোচক থাকবেন একুশে পদকপ্রাপ্ত গবেষক–প্রাবন্ধিক মফিদুল হক। আলোচক থাকবেন ড. সৈয়দ আজিজুল হক, ড. মহীবুল আজিজ, ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত প্রমুখ। অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।