ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক ভাষা সৈনিক মরহুম ডক্টর মাহফুজুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে ড. মাহফুজুল হক স্মৃতি সংসদ মরহুমের কবরে পুস্পস্তবক প্রদান, পশ্চিম পটিয়াস্থ ড. মাহফুজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং শহরে ফিরিঙ্গীবাজারস্থ জামে মসজিদে বাদে আছর এক মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
উল্লেখ্য, ডক্টর মাহফুজুল হক ১৯৬৬ সালের ২ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমিটি অফ কোর্সের সভায় যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হলে ফরিদপুরের অদূরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।