সাবেক সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিনের পিএসসি’র সদস্য মনোনীত হওয়ায় কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। গত ৬ সেপ্টেম্বর জামালখানস্থ মিলোনিয়াম টাওয়ারে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন কিডনি রোগী কল্যাণ সংস্থার সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, প্রচার সম্পাদক মো. ওবায়দুল হক মণি, কার্যকরী পরিষদ সদস্য আহসান হাবীব বাবু, কার্ডিওলজিস্ট ডা. মুহাম্মাদ নুরুল আমিন চৌধুরী, মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, লোহাগাড়ার সন্তান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মহিউদ্দিনকে বাংলাদেশের সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের প্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য পদে নিয়োগ প্রদান করেন। ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু হেনা মো. মোরশেদ জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হয় সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ড. মো. মহিউদ্দিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং চবির সমাজতত্ত্ব বিভাগে স্নাতকোত্তর প্রথম শ্রেণি ও প্রথম স্থান অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে জনব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











