ড. জ্ঞানশ্রী মহাস্থবির ছিলেন মানবিক মানুষ

জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে গিয়াস উদ্দিন কাদের

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরিতে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের তিনদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া নানা ধর্মীয় ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দেশবিদেশের ভিক্ষুসংঘ, ধর্মগুরু, বুদ্ধিজীবী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো এলাকা শোক ও শ্রদ্ধায় মুখরিত হয়ে ওঠে।

গতকাল শুক্রবার দ্বিতীয় পর্বে সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, জ্ঞানশ্রী মহাস্থবির ছিলেন মানবিক মানুষ। তিনি আমার পাশের গ্রামের রত্ন ছিলেন। রাউজানের গর্বিত সন্তান ছিলেন। তার আদর্শ, জীবনচর্চা করতে হবে হবে। আমি বৌদ্ধ ধর্মের বই পড়ি। জানতে চেষ্টা করি বৌদ্ধ ধর্মের উল্লেখযোগ্য দিকগুলো খুঁজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির ও সকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরো। আশীর্বাদক হিসেবে বক্তব্য দেন, প্রিয়দর্শী মহাথেরো। উদ্বোধক ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথেরো।

বিশেষ অতিথি ছিলেন শ্রদ্ধালংকার মহাথেরো, শাসনমিত্র মহাথেরো, রত্নপ্রিয় মহাথেরো, বসুমিত্র মহাথেরো, শীলভদ্র মহাথেরো, জিনালংকার মহাথেরো, বিমলজ্যোতি মহাথেরো, শুভদর্শী মহাথেরো, শাসনপ্রিয় মহাথেরো, দেবমিত্র মহাথেরো, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, অং ছিং মারমা, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী, প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, প্রফেসর অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, দেবাশিষ বড়ুয়া, সুশীল কান্তি বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, লায়ন সোহেল বড়ুয়া ও বিদ্রোহী বড়ুয়া। অনুষ্ঠানে মঙ্গলাচরণ পাঠ করেন সুগতবংশ ভিক্ষু। সভাপতির বক্তব্য দেন ধর্মসারথি শাসনানন্দ মহাথেরো। 

স্বাগত বক্তব্য দেন, সৌমেন চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, সাংবাদিক প্রণব বড়ুয়া অর্নব, শাসনরক্ষিত মহাথেরো, তিলোকাবংশ মহাথেরো, প্রকৌশলী অসীম বড়ুয়া, রিটন বড়ুয়া, বুদ্ধরত্ন মহাথেরো, আনন্দ মোহন বড়ুয়া, এম. বোধিমিত্র মহাথেরো ও ব্যাংকার সৈকত বড়ুয়া।

এর আগে একইদিন সকালে প্রথম পর্বে মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের পারলৌকিক নির্বাণসুখ কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন প্রিয়দর্শী মহাথেরো। আশীর্বাদক ছিলেন শীলরক্ষিত মহাথেরো ও ধর্মদর্শী মহাথেরো।

সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ধর্মমিত্র মহাথেরো। মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথেরো। উদ্বোধক ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন প্রিয়ানন্দ মহাথেরো, ধর্মসেন মহাথেরো, জ্ঞানপ্রিয় মহাথেরো, জিনানন্দ মহাথেরো, ধর্মপাল মহাথেরো, সুমঙ্গল মহাথেরো, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো, বিনয়পাল মহাথেরো, শীলরক্ষিত মহাথেরো, বোধিপাল মহাথেরো, রাহুলপ্রিয় মহাথেরো, অতুলানন্দ মহাথেরো, সোমানন্দ মহাথেরো, প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, সুগতপ্রিয় মহাথেরো, শাসনবংশ মহাথেরো, মৈত্রীপ্রিয় মহাথেরো ও সুমনতিষ্য মহাথেরো। এ পর্বে বক্তব্য দেন লায়ন অধ্যাপক ববি বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, গকুল কান্তি বড়ুয়া, অরুণ কুমার বড়ুয়া দেবু, সুজিত কুমার বড়ুয়া, যীশু বিকাশ চৌধুরী, লায়ন টিংকু বড়ুয়া, লায়ন অনুত্তর বড়ুয়া ও সার্জেন্ট রণজিৎ বড়ুয়া। শেষে ধর্মীয় রীতি অনুযায়ী ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের বাঙবন্দী দেহ দাহ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক
পরবর্তী নিবন্ধএবার স্কটল্যান্ডকেও উড়িয়ে দিল বাংলাদেশ