রাউজানের পশ্চিম বিনাজুরিতে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের তিনদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার স্মৃতিচারণে বক্তারা বলেছেন, বাঙালি বৌদ্ধদের মাঝে এ ধরনের ক্ষণজন্মা মহাপুরুষের জন্ম বিরল। তিনি সদ্ধর্মপ্রচার প্রসার ও মানবতার সেবায় অনন্য দৃষ্টান্তস্থাপন করে গেছেন। তাঁর মতো মহাপুরুষদের জীবনাচরণ যত বেশি চর্চা হবে দেশ ও জাতির তত বেশি মঙ্গল হবে। তাঁর জীবন ও কর্ম বৌদ্ধ জনসাধারণের মাঝে তুলে ধরার আহ্বান জানান।
বাংলাদেশের বৌদ্ধ সমপ্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ, অগ্রমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের তিন দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম বিনাজুরী শ্মশান বিহার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভিক্ষুসংঘ, উপাসক–উপাসিকা ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা এক ঐতিহাসিক ও আবেগঘন পরিবেশে পরিণত হয়।
ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের পারলৌকিক নির্বাণসুখ কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদানের আয়োজন করা হয়। অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান ১ম পর্ব সকালের অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন ২৯তম সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথের। সভাপতিত্ব করেন অভয়ানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন সুনন্দ মহাথের। উদ্বোধক ছিলেন সুমিত্তানন্দ থের।
জিনবংশ থেরো ও সংঘপ্রিয় বড়ুয়া অসীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জ্ঞানানন্দ মহাথের, দেবানন্দ মহাথের, আর্যকীর্তি মহাথের, অরুনানন্দ মহাথের, বজিরানন্দ মহাথের, পরমানন্দ মহাথের, আয়ুপাল মহাথের, ভদ্রীয় মহাথের, তিসানন্দ মহাথের, সুমনবংশ মহাথের, ইদ্দিপঞা মহাথের, প্রিয়দর্শী মহাথের, প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, প্রকৌশলী অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, সত্যব্রত বড়ুয়া যদু ও শ্যামল বড়ুয়া।
অনিত্য সভা ও স্মৃতিচারণ ২য় পর্ব বিকালে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি ছিলেন সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথের। আশীর্বাদক ছিলেন রতনশ্রী মহাথের। সভাপতিত্ব করেন জ্ঞানানন্দ মহাথের। উদ্বোধক ছিলেন কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের।
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন অধ্যাপক সুমেধানন্দ মহাথের। অনুষ্ঠানে অতিথি ছিলেন শীলাভদ্র মহাথের, বিমলানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, রাজগুরু অভয়ানন্দ মহাথের, সোভিতানন্দ মহাথের ও অধ্যাপক ড. উপানন্দ মহাথের। শাসনশ্রী মহাথের ও রুপেন বড়ুয়ার সঞ্চালনায় শ্রদ্ধানিবেদন করেন বিপস্সী প্রিয় মহাথের, ধর্মপ্রিয় মহাথের, পরমানন্দ মহাথের, পুরমানন্দ মহাথের, সংঘবোধি মহাথের, ধর্মানন্দ মহাথের, জ্ঞানবংশ মহাথের, সংঘানন্দ মহাথের, সুমঙ্গল মহাথের, এস শাসনবংশ থের, ভিক্ষু তহংকর থের, দেবপ্রিয় বড়ুয়া, অনিমেষ তালুকদার, কমলেন্দু বিকাশ বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, স্বদেশ কুসুম চৌধুরী, প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, সুভাশীষ বড়ুয়া সিন্টু, অমরেশ বড়ুয়া চৌধুরী, হিল্লোল বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, লায়ন ছোটন বড়ুয়া ও নেভি বড়ুয়া।
স্বাগত বক্তব্য দেন, অশোক কুমার বড়ুয়া। বক্তব্য দেন, পরিতোষ বড়ুয়া, অশোক কুমার চৌধুরী, বটন বড়ুয়া, সত্যব্রত বড়ুয়া যদু ও শ্যামল বড়ুয়া মেম্বার। আজ শুক্রবার দুপুরে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। উল্লেখ্য, আজ শুক্রবার বিকেলে ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরকে আনুষ্ঠানিকভাবে দাহ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












