ড. জামাল নজরুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল

| বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী ও প্রফেসর ইমিরেটাস অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের স্ত্রী সুরাইয়া ইসলাম আর নেই। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। খবর বাংলানিউজের।

জামাল নজরুল রিচার্স সেন্টারের পরিচালক অঞ্জন কুমার চৌধুরী জানান, ঢাকায় জামাল নজরুল ইসলামের এক মেয়ের বাসায় থাকতেন সুরাইয়া ইসলাম। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আরেক মেয়ে লন্ডন থেকে আসলে জানাজা, দাফনের সূচি চূড়ান্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ নুরুল ইসলাম সিদ্দিকী
পরবর্তী নিবন্ধবাংলাদেশে পাবজি-ফ্রি ফায়ার বন্ধই থাকবে : হাই কোর্ট