প্রফেসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলামের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আহরণের অনলাইন স্মরণসভা গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশপ্রেম, মানবপ্রেম ও প্রকৃতিপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ড. জামাল নজরুল ইসলাম। তিনি বলতেন, আমি দেশে কিছু নেওয়ার জন্য আসিনি, এসেছি দেশকে কিছু দিতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহরণের প্রধান পৃষ্ঠপোষক খাদেমুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোজাম্মেল হক। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অনুবাদক আলম খোরশেদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. শফিক হায়দার চৌধুরী।












