ড. জামাল নজরুল ইসলামকে স্মরণ

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিবেশ উন্নয়ন স্ব-উদ্যোগ আহরণের উদ্যোগে গত শুক্রবার অনলাইন সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির ভিসি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
কবি ও সাংবাদিক আবুল মোমেনের শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সভা শুরু হয়। বক্তব্য দেন চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর রণজিৎ কুমার দে, চুয়েটের গণিতের বিভাগীয় প্রধান প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, বিজ্ঞান বক্তা আসিফ, ডিসকাশন প্রজেক্ট বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা খালেদা ইয়াসমিন ইতি প্রমুখ।
সভায় বিভিন্ন আয়োজনে অংশ নেন আবরার ফাইয়াজ, তাহসিন ইসলাম ধ্রুব, ফাইরুজ নাওয়ার, চৌধুরী ফাইরুজ মালিয়াত, অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক ও শিল্পী সুপ্রিয়া চৌধুরী। বক্তারা জামাল নজরুল ইসলামের রচনা থেকে সম্ভাব্য বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
অনলাইন সভার আয়োজক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিতের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ্‌ আল মাহবুব। সঞ্চালনা করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহ্‌সানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০ সেকেন্ডেই চুরি মোটরসাইকেল
পরবর্তী নিবন্ধআহলে সুন্নাত ওয়াল জামাত ৪০ নং ওয়ার্ডের মাহফিল