আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, দেশের সুনাম ছাড়িয়ে উপমহাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী হয়ে উঠেছিলেন ড. এম এ ওয়াজেদ মিয়া। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অন্যতম ধারক–বাহক ছিলেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের নির্বাচিত ভিপির দায়িত্ব পালনকালে অসংখ্য শিক্ষার্থীকে মেধা চর্চার ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় ব্রত হয়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ড. ওয়াজেদ মিয়া। সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি এস এম আবুল কালাম বলেন, বিজ্ঞানের প্রতিটি শাখায় গবেষণা চালিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হন ড. ওয়াজেদ মিয়া।
বাংলাদেশের ক্রান্তিকালে ও প্রাচীন সময়ে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। দেশের মহান মুক্তিযুদ্ধকে গতিশীল করার জন্য নিরলস কাজ করেছেন। ভোগ বিলাসের রাজনীতি তাঁকে স্পর্শ করতে পারেনি। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মরণসভা কমিটির সভাপতি এস এম আবুল কালামের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ও প্রণবরাজ বড়ুয়ার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সাবিহা মুছা,মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল,মুক্তিযোদ্ধা মো. বেলাল হোসেন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ নুর হোসেন, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আজিম নুরু, সুজিত কুমার দাশ, লোকমান আলী। স্বাগত বক্তব্য রাখেন ড. ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ছাবের আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন কামাল উদ্দিন চৌধুরী, মো. আনোয়ার পাশা, সবিতা রানী বিশ্বাস, এম এ নেওয়াজ, এম এ সালাম, জিন্নাত সুলতানা ঝুমা, রোজী চৌধুরী, শর্মিষ্ঠা সেন, ইসমাইল কোম্পানী, পারভীন চৌধুরী, সাবিহা নাহার রক্সি, রোকসানা করিম পলি প্রমুখ।

হালিশহর : হালিশহর বি– ব্লকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ড. এম এ ওয়াজেদ মিয়া স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল রাশেদ হায়দার সোহেলের ব্যবস্থাপনায় স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এত বক্তারা বলেন,তিনি বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করে গেছেন। এসময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, শাফকাত আলম জুয়েল, মো. তাজুল ইসলাম কামরুল,ফারহান উদ্দীন নাজমুল, শাহিন আলম, মো. ইমন,সুমন মিয়া, রিয়াদ প্রমুখ।

বাঁশখালী : বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে চাঁদপুরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আহমদ, উপাধ্যক্ষ আবু নাছের, মাস্টার আহমদ কবির, নুরুল হোসেন লিটু, ফজলুল কবির, ছৈয়দুল হক, মো. মনজুর আলম, অ্যাড. আবদুল মোমেন, ডা. মো. কাজী কলিম উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।











