আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টীজ সদস্য, ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশনের চেয়ারম্যান ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুতে আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী ও বিওটি চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে ভাইস–চ্যান্সেলর ও বিওটি চেয়ারম্যান বলেন, ড. ওবায়েদুল্লাহ আইআইইউসির প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য নাম। এই বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়নে তার বুদ্ধিবৃত্তিক ও কায়িক অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা ও নৈতিক মানোন্নয়নে ড. ওবায়েদুল্লাহর মেধা, পরিকল্পনা, সৃজনশীলতা ও শ্রমের কথা তারা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এক শোক বিবৃতিতে তারা বলেন, তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হলো। সংবাদ বিজ্ঞপ্তি।