আমি ড. ইব্রাহিম বলছি। খুব সুন্দর করে ইংরেজিতে কথাটি বলার পর শুরু হয় ইংরেজি কথোপকথন। আফ্রিকার কিংবা চীনা উচ্চারণে ইংরেজি কথোপকথনে একেকজনকে একেক ধরনের মিটিংয়ের খবর জানানো হয়। বলা হয়, অনলাইনে মিটিং হবে, খুবই জরুরি। অতঃপর লাইনে রেখে বলে, একটি ওটিপি পাঠিয়েছি। ওটি দিন। তাহলে আপনার রেজিস্ট্রেশন এবং সামনের দিকে সিট আমি বুকিং দিয়ে দেব।
এই কথোপকথন চলতে চলতে এসএমএসে ছয় ডিজিটের একটি কোড চলে আসে। পরামর্শ দেওয়া হয়, লাইন না কেটে কোডটি দিন। কোড দিলেই তার কাজ শেষ। আর আপনার সমস্যা বা সর্বনাশের শুরু। তখন আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ তার হাতে। তারপর আপনার হোয়াটসঅ্যাপ নিয়ে চলে তার বেসাতি। আপনার কন্ট্যাক্টে যত নম্বর আছে সে পরীক্ষা করে দেখে, কাদের সাথে আপনার নিয়মিত যোগাযোগ বা ভালো সম্পর্ক আছে। তারপর দেশে–বিদেশে থাকা মানুষগুলোর কাছে ২০ থেকে ৫০ হাজার টাকা কিংবা ডলারের জরুরি সহায়তা চেয়ে ম্যাসেজ দিতে থাকে। অনেকে এই ফাঁদে পড়ে হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ হারিয়েছেন। অনেকে খুঁইয়েছেন টাকা কিংবা ডলার। বিকাশ নম্বরের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করা হচ্ছে।
আবার পুলিশের এসপি বা ইন্সপেক্টর পরিচয় দিয়েও ফোন করে। বেশ ধমকের সুরে বলে, আপনি কি অমুক? নাম স্বীকার করার সাথে সাথে বলে, আপনার ফোন দিয়ে গ্রুপ করে আমাদের পুলিশের বিরুদ্ধে নানা উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। আপনি কি জানেন? কথোপকথনে সে গ্রুপটি বন্ধ করার পরামর্শ দেয়, নিজেও সাহায্য করার আগ্রহ দেখায়। বলে, একটি কোড পাঠাচ্ছি। সেটি আমাকে দিন। ব্যস, আবারো কাজ শেষ। গত কয়েকদিনে চট্টগ্রামের একাধিক ব্যবসায়ী ও সমাজকর্মীর হোয়াটসঅ্যাপ হ্যাকড হয়েছে।
ব্যবসায়ী জহুর আহমেদ বলেন, তাকে বোট ক্লাবের জরুরি মিটিং বলে কোড পাঠায়। পরে তার সিঙ্গাপুরে থাকা এক বন্ধুকে ম্যাসেজ দিয়ে ৭শ ডলার হাতিয়েছে।
মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, তাকে চিটাগাং ক্লাবের মিটিংয়ের কথা বলে হ্যাকড করে।
ধারণা করা হচ্ছে, দেশি–বিদেশি সংঘবদ্ধ একটি চক্র কখনো ড. ইব্রাহীম, কখনো পুলিশের এসপি হয়ে মানুষের হোয়াটসঅ্যাপ হ্যাকড করার মিশন নিয়ে কাজ করছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে একজন ব্যবসায়ী বলেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিচ্ছে। যার অ্যাকাউন্ট তাকে ধরলেই তো থলের বেড়াল বেরিয়ে আসে।
এ ব্যাপারে সিএমপি কমিশনার হাসিব আজীজ বলেন, আমাদের কাছে কেউ এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ করেননি। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাই তাহলে অবশ্যই অপরাধীকে খুঁজে বের করব। অনলাইনে নানা ধরনের প্রতারণার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরিচিত একজন ফোন করল, ওটিপি পাঠাল; সেটি তাকে বলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। এসব ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ভুক্তভোগীদের কেউ চাইলে আজ মঙ্গলবার বিকাল ৩টায় তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বলে জানান তিনি।