ড. ইউনূসের কাজের বিশালতা বোঝার জন্য গ্রামীণ ব্যাংককে বোঝা প্রয়োজন

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যালেক্স কাউন্টস

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

স্মল লোনস, বিগ ড্রিমস : মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এবং দি গ্লোবাল মাইক্রোফাইনান্স রেভল্যুশন’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল সোমবার রাজধানীর গ্রিন রোড এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর প্রধান কার্যালয় আরএইচ হোম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

পিকেএসএফএর প্রাক্তন বোর্ড সদস্য এবং মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারপারসন পারভীন মাহমুদ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বইটির লেখক অ্যালেঙ কাউন্টস এই বইয়ের বাংলা সংস্করণ উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার অনুষ্ঠান পরিচালনা করেন। ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। খবর বাসসের।

অনুষ্ঠানে বক্তব্যকালে অ্যালেক্স কাউন্টস বলেন, অধ্যাপক ইউনূস তাকে এই বইটি লেখার জন্য যথেষ্ট সময় দিয়েছেন। তিনি আরও বলেন, . ইউনূস এমন একটি মডেল তৈরি করেছিলেন যেখানে ঋণগ্রহীতাদের অর্ধেকই ছিলেন নারী। বাংলাদেশে কাজ করার সময় তাঁর ব্যাপক অভিজ্ঞতা থেকে কাউন্টস বলেন, বাংলাদেশের নারীরা অনেক বেশি নির্ভরযোগ্য, তারা ভালো ঋণগ্রহীতা এবং তারা অপ্রয়োজনীয় ঝুঁকি নেন না। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের কাজের বিশালতা বোঝার জন্য গ্রামীণ ব্যাংককে বোঝা প্রয়োজন।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, নারী ঋণগ্রহীতাদের ঋণ প্রদান করলে ভালো ফলাফল পাওয়া যায় এবং নারী ঋণগ্রহীতাদের মধ্যেও উন্নত আর্থিক ব্যবস্থাপনা দেখা যাচ্ছে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক, পিকেএসএফ এবং অন্যান্য এমএফআই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে একটি টেকসই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়েছে। পিকেএসএফের প্রাক্তন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ বলেন, গ্রামীণ ব্যাংককে অধ্যাপক ইউনূসের সাথে নোবেল পুরস্কার দেওয়ায় দেশীয় মডেল হিসেবে সকলেই গর্বিত। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিগত বছরগুলোতে ক্ষুদ্রঋণের পরিমাণ এবং পরিধি বৃদ্ধি পেয়েছে।

গ্রামীণ ব্যাংক, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ বলেন, গ্রামীণ ব্যাংক ব্যাংকবিহীনদের জন্য একটি ব্যাংক এবং এটি ব্যাংকবিহীনদের জন্য একটি ব্যাংক হিসেবেই থাকবে। তিনি বলেন, সারা দেশে গ্রামে পরিচালিত গ্রামীণ ব্যাংক নারীর ক্ষমতায়ন এবং উন্নত অর্থ ব্যবস্থাপনায় সহায়তা করেছে। অ্যালেঙ এই বইয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নেতৃত্বে বাংলাদেশে ক্ষুদ্রঋণের উদ্ভাবন এবং প্রবৃদ্ধির একটি ক্লাসিক বিবরণ উপস্থাপন করেছেন। এতে তুলে ধরা হয়েছে যে, কীভাবে একজন প্রান্তিক মহিলা ক্ষুদ্রঋণের সাহায্যে একটি ছোট ব্যবসা শুরু করে তার জীবনকে বদলে দিয়েছেন।

অ্যালেক্স গ্রামীণ মডেল সম্পর্কে সমালোচকদের উদ্বেগের বিষয়টি এবং ইউনূসের অসাধারণ দৃষ্টিভঙ্গির স্থায়ী প্রভাব তুলে ধরেছেন।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায়, অ্যালেঙ কাউন্টস ১৯৯৭ সালে গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি ২০১৬১৭ সালে আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জন এফ. কেনেডি মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিয়ের প্রলোভনে এসএসসির ফল প্রত্যাশীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার