বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ডিগ্রি দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রধান উপদেষ্টার হাতে এই ডিগ্রি তুলে দেন।
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমার ওপর অর্পিত ক্ষমতাবলে দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করছি। এ সময় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ, বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এছাড়া এতে ৪২ জন পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রিধারী রয়েছেন। সমাবর্তনের প্রাক্কলিত বাজেট প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৬ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ প্যান্ডেল, সাজ–সজ্জা ও আবাসন ব্যবস্থাপনা কার্যক্রমে।