ড.আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণ সভা ও দোয়া মাহফিল

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

পীস স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড...ম ওবায়েদুল্লাহ স্মরণে প্রতিষ্ঠান অডিটোরিয়ামে গত ১৫ মে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইসফার তানজিম। সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মো. তোফায়েল আজম। প্রধান আলোচক ছিলেন আইআইইউসির কুরআনিক সায়েন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. বি এম মফিজুর রহমান।

বিশেষ আলোচক ছিলেন আইআইইউসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাক খন্দকার। আলোচনায় অংশগ্রহণ নেন কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার সিদ্দিক চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য আক্তার হুসাইন ও আশফাক।

বক্তারা শিক্ষাক্ষেত্রে তাঁর ত্যাগ ও অবদান সম্পর্কে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, তাঁর শিক্ষা, আদর্শ ও মানবিকতা অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। শেষে দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিস্টকে যারা প্রতিষ্ঠার চেষ্টা করতে চাইবে তাদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধ১৭নং সড়কের চালক ও শ্রমিকদের মানববন্ধন, চাঁদাবাজি বন্ধের দাবি