ড. আবু রেজা নদভী এমপিকে ব্রুনাই বাংলাদেশ কমিউনিটির সংবর্ধনা

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ কমিউনিটি ব্রুনাই দারুসসালাম, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স ব্রুনাই দারুসসালাম এবং ব্রুনাই প্রবাসী আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সম্মানে আয়োজিত সংবর্ধনা ও ডিনার প্রোগ্রামের আয়োজন করা হয়। বাংলাদেশ চেম্বার অব কমার্স ব্রুনাই দারুসসালামের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয় থেকে অর্জিত রেমিট্যান্স। আওয়ামী লীগ সরকারের প্রবাসীবান্ধব নীতিমালা প্রণয়ন, বৈদেশিক সম্পর্ক উন্নয়ন ও রেমিট্যান্সের ওপর মুনাফা প্রদানের মতো সিদ্ধান্তের ফলে করোনাভাইরাস সংকটের মধ্যেও বিপুল পরিমাণ রেমিট্যান্স আয় করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে ব্রুনাইর রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির ১৩তম কনভেনশনে আমন্ত্রিত ডেলিগেট হিসেবে অংশগ্রহণকারী প্রতিনিধিদলের সদস্য আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ফরেন এ্যাফিয়ার্স ডিভিশনের ডাইরেক্টর মাহফুজুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স ব্রুনাই দারুসসালামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাজালাল মাসুদ, মোর্শেদ আলম শাহীনসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ধান ক্ষেতে পড়েছিল কৃষকের মরদেহ
পরবর্তী নিবন্ধমহানগর যুবলীগের ‘শোক থেকে শক্তি শক্তি থেকে জাগরণ’ শীর্ষক সমাবেশ