ঢাবির সাবেক উপাচার্য ও নৃতত্ত্ববিদ ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাত করেন চবি সিনেট সদস্য ও ঘাসফুলের চেয়ারম্যান ড. মনজুর–উল–আমিন চৌধুরী। এসয় তাঁর হাতে তুলে দেন বাংলাদেশে শিশুশ্রমবিষয়ক গবেষণাধর্মী ‘বাংলাদেশে শিশুশ্রম : সমাজতাত্ত্বিক বিশ্লেষণ’ গ্রন্থটি, যেটির রচয়িতা
ড. মনজুর–উল–আমিন চৌধুরী। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন– বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এ এফ ইমাম আলি, কর কমিশনার (আপীল অঞ্চল, চট্টগ্রাম) শামিনা ইসলাম এবং প্রাক্তন প্রধান প্রকৌশলী (পিডিবি) ও রোটারী ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর প্রকৌশলী মো. মতিউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।











