ড্রোন হামলার পর মস্কোর সব বিমানবন্দর বন্ধ

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

ইউক্রেন টানা দ্বিতীয় রাতের মত মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া টেলিগ্রামে বলেছে, নিরাপত্তার খাতিরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোশাল মিডিয়ায় বলেন, বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন শহরে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, কিছু ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, তবে কোনো হতাহতের খবর নেই। ইউক্রেন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে খারকিভের মেয়র বলেছেন, রাশিয়াও রাতের বেলায় কিয়েভ অঞ্চলের পাশাপাশি তার শহরে ড্রোন হামলা চালিয়েছে।

মস্কোর পাশাপাশি পেনজা ও ভোরোনেঝের মত রুশ শহরের গভর্নররা বলেছেন, মঙ্গলবার রাত পর্যন্ত তাদের এলাকাকেও ড্রোন হামলার নিশানা করা হয়েছিল। রুশ সামরিক ব্লগারদের অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে গেছে ড্রোন হামলায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, তারা রাতের বেলায় ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

তিন বছরের বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর মস্কোতে বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে কিইভ। মার্চে তাদের সবচেয়ে বড় হামলায় তিনজন নিহত হয়।

রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেন নতুন করে প্রবেশের চেষ্টা করছে বলে সোমবার খবর প্রকাশিত হওয়ার মধ্যে ড্রোন হামলা ঘটল। ইউক্রেনের জেনারেল স্টাফের বরাতে কিয়েভ জানিয়েছে, রোববার কুর্স্ক অঞ্চলে রাশিয়ার টোটকিনো গ্রামের কাছে একটি ড্রোন কমান্ড ইউনিটে তারা হামলা চালিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৮৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতে চিকিৎসা পেল না দুই শিশু দায়িত্ব নিলেন পাক সেনাপ্রধান