ড্রোন ল্যাপটপসহ ৫ লক্ষ টাকার মালামাল চুরি, গ্রেফতার ০৩

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ একটি সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এ অভিযান চালিয়ে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান মালামালও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট রাতে আমবাগান সিটি ১৭৭ নম্বর রোডের একটি আবাসিক স্কুলে চুরি ঘটে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর ২৭ আগস্ট ভোরে রাশেদুল ইসলাম রিয়াজ (২৪), মো. মাসুদ রানা মিশু (২৫) এবং আজাদুল করিম মিশু (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে পুলিশ যে মালামাল উদ্ধার করেছে তার মধ্যে রয়েছে: ১টি ডিজিটাল হাতঘড়ি, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি ভিডিও ক্যামেরা, ক্যামেরার সঙ্গে ব্যবহৃত ৪টি ভিন্ন ভিন্ন লেন্স, ২টি ক্যামেরার ব্যাগ এবং ১টি মাইক্রোফোন।

ওসি বাবুল আজাদ জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে চুরি করছিল। আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালী থানা পুলিশের অভিযানে আটক দুই, অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধউখিয়ায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ওয়াকিটকি জব্দ