সমালোচনার মুখে কর্মীদের পেশাদার ও মার্জিত পোশাক পরানোর উদ্যোগ থেকে পিছু হটেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের কর্মকর্তা–কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি। খবর বিডিনিউজের।
বিভাগীয় সভার আলোচ্যসূচিতে নারী কর্মীদের ক্ষেত্রে খাটো হাতা ও দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহারের কথা বলা হয়েছিল। আর পুরুষ কর্মীদের পোশাকের ক্ষেত্রে জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করে লম্বা বা হাফ হাতা ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট পরার কথা বলা হয়। এ নিয়ে বুধবার সংবাদ প্রকাশ হলে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। এর পরদিনই সেই উদ্যোগ থেকে সরে আসার কথা বলছে বাংলাদেশ ব্যাংক।
মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত মাননীয় গভর্নর মহোদয়ের গোচরীভূত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এ মুহূর্তে প্রত্যাহার করা হলো।