ড্রেনের পানি নিষ্কাশন সম্পর্কে

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

আমরা পূর্বনাসিরাবাদ সানন্দা আ/এলাকার বাসিন্দা। আমাদের অত্র এলাকায় ড্রেনের গাইড ওয়াল নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। ড্রেনের নির্মাণ কাজ করার সময় মাটি ভরাট করলে অত্র এলাকা সমস্ত বাড়িঘর পানির নিচে তলিয়ে যাচ্ছে। নির্মাণ কাজে নিয়ম হলো ড্রেনের মাটি ভরাট করার পূর্বে বড় ব্যাসের পাইপ দিয়ে এলাকাবাসীর যাতে অসুবিধা না হয় সেজন্য পানি নিষ্কাষণের ব্যবস্থা করা। কিন্তু নির্মাণ ঠিকাদার গাফিলতি করে পানি নিষ্কাশনের কোনও ব্যবস্থা করেনি।

আমার এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এড: কে. এম. কাউছার

পূর্বনাসিরাবাদ,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমানুষের জীবনটা ঘড়ির মতো