ড্রীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:২১ পূর্বাহ্ণ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস২০২৫ উপলক্ষে ড্রীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গত ১২ অক্টোবর কেন্দ্রের নির্বাহী পরিচালক হাসান মোহাম্মদ হিরোর সভাপতিত্বে লিফলেট বিতরণ, বিনামূল্যে কাউন্সেলিং সেবা প্রদান ও সেমিনারের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী মানসিক রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা, কুসংস্কার দূর করা ও জনসচেতনতা সৃষ্টিতে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ১৯৯২ সালের ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন কর্মসূচির সূচনা করে। ২০২৫ সালের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের বিশ্বব্যাপী প্রতিপাদ্য হলোপরিষেবা গুলোতে প্রবেশ : বিপর্যয় এবং জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য। সহজ কথায় বলা যায়, মানবিক জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য। এই প্রতিপাদ্য বিশ্বব্যাপী সংঘাত, দুর্যোগ এবং বাস্তচুতিতে ক্ষতির শিকার ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য এবং মন: সামাজিক সহায়তা প্রদানের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা তুলে ধরে।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। বাংলাদেশে ৩ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। আর এদের মধ্যে ৯২ শতাংশ মানুষই চিকিৎসাসেবার বাইরে রয়েছে। জরিপে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে প্রায় ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক ও ৯৪ শতাংশ শিশু কখনোই মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আসেনি। তারা না খায় ওষুধ, না কাউন্সেলিং করেন। এই মানসিক চাপ থেকে বেরিয়ে আসার জন্য অনেকে মাদক ও সেবন করে থাকেন। এমন প্রেক্ষাপটে ১০ অক্টোবর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছেবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস২০২৫। ড্রীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে, দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ সুরজিত রায় চৌধূরী। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সাইকোলজিষ্ট ঊষা মারমা, সাইকোলজিষ্ট মেরিনা সুলতানা আফরা। প্রধান বক্তার বক্তব্য রাখেন মোঃ নঈম উদ্দিন মুন্না (আসক্তি পেশাজীবী ও কাউন্সেলর)। প্রধান অতিথি বলেন, বিপর্যয় এবং জরুরি পরিস্থিতিতে অনেকে ডিপ্রেশন (বিষণ্‌নতা), এ্যাংজাইটি (উদ্বো), মানসিক চাপে ভোগেন। এই মানসিক চাপ থেকে বেরিয়ে আসার জন্য অনেকে মাদক ও সেবন করে থাকেন। অনুষ্ঠান শেষে কেন্দ্রে ফ্রি কাউন্সেলিং প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল আলম মুন্না, পরিচালক মোহাম্মদ মারুফ উদ্দিন, পরিচালক আলি আহসান মোহাম্মদ মুজাহিদ, প্রোগ্রাম অফিসার ফয়সাল চৌধুরী, ফাহিম ফজল, নূর হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাইকের ধাক্কায় প্রাণ গেল পথচারী বৃদ্ধার
পরবর্তী নিবন্ধমো. মাহাবুব জিলানী