ড্রিপস সুইটস বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

অনুমোদন ছাড়া বিএসটিআইর লোগো ব্যবহার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

অনুমোদন ছাড়া বিএসটিআই’র লোগো ব্যবহার করায় নগরের কাজীর দেউড়ি মোড়ে ‘ড্রিপস সুইটস এন্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার। উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার শিমু বিশ্বাস এবং সজীব চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, অনুমোদন না থাকলেও ক্রিম বনে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ড্রিপস সুইটস এন্ড বেকারি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা নৌকার হাল না ধরলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতো না
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ভারি যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণের দাবি ছাত্রলীগের