নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে মাইক্রোবাসের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই যুবককে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে ৭ হাজার ৭৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ৩৮ লাখ ৮১ হাজার টাকা। গতকাল শুক্রবার তাদের আটকের তথ্য জানায় র্যাব। আটককৃতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার আবদুল আজিজের ছেলে মো. রাসেল মিয়া (৩৫) ও ছোট রংপুর থানার মো. আবুল কাশেমের ছেলে মো. জাহিদ হাসান রাজিব (২২)। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বলেন, কক্সবাজার থেকে মাইক্রোবাসের ড্রাইভিং সিটের নিচে বিশেদ কায়দায় লুকিয়ে ইয়াবা রংপুরে পাচারের সময় শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।